অবশেষে অপেক্ষা শেষ হচ্ছে। স্টেডিয়ামের বন্ধ দুয়ার খুলে দেওয়া হচ্ছে। আবারও ক্রিকেটারা মাঠের অনুশীলনে ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলীয় অনুশীলন শুরু না করলেও ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে। রবিবার থেকে দেশের চারটি স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শুরু হচ্ছে। আপাতত ৯ জন ক্রিকেটার মাঠের অনুশীলনে ফিরছেন।
অনেক আগে থেকেই মাঠ প্রস্তুত রেখেছে বিসিবি। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দলীয় অনুশীলনের ব্যাপারটি নিয়ে সেভাবে এগোয়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি উল্টো ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন করার আবেদনে তাদেরকে নিরুৎসাহিত করে এসেছে।
এবার বিসিবি এই পথে ক্রিকেটারদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়েছে। মাঠের অনুশীলনে ফিরতে প্রচন্ড আগ্রহী ক্রিকেটারদের খোঁজ করা হয়েছে। এমন ক্রিকেটারদের নাম বিসিবিতে জমা দিতে বলা হয়েছিল। বিসিবির কাছ থেকে এমন আহ্বান পেয়ে ৯ জন ক্রিকেটার আগ্রহের কথা জানায়।
অনুশীলন করতে আগ্রহী ৯ ক্রিকেটার বিসিবিকে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন।
তারা হলেন :
মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও নাঈম হাসান। এই ৯ জন ক্রিকেটার রোববার থেকে আলাদা আলাদাভাবে স্টেডিয়ামে অনুশীলন করবেন।
বিসিবি এই ৯ ক্রিকেটারের অনুশীলনের জন্য আপাতত ৭ দিনের একটি সূচি তৈরি করেছে।
আনন্দবাজার/এস.কে