ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটে রিভিউ সিস্টেম নিয়ে আপত্তি শচীনের

বর্তমানে স্বাগতিক ইংল্যান্ড এবং সফ রকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলতি সাউদাম্পটন টেস্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে আম্পায়ারিং। সম্প্রতি আনফিল্ড আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত বদলে গেছে রিভিউ নেওয়ার পর।

করোনা পরবর্তী সময়ে এটিপ্রথম আন্তর্জাতিক সিরিজ। তবে এখানে কার্যকর হয়েছে আইসিসি এর কিছু নতুন নিয়ম। বেড়েছে রিভিউয়ের সংখ্যা।তবে রিভিউ সংখ্যা বাড়ানোর আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ব্রায়ান লারার সাথে কথা বলার সময় একথা জানান শচীন।

কিন্তু আইসিসির রিভিউ সিস্টেম নিয়ে ঘোর আপত্তি আছে লিটল মাস্টারের। নিয়মানুযায়ী আম্পায়ার আউট দিয়ে দিলে যদি রিভিউ নিয়ে দেখা যায় বল স্ট্যাম্পে ৫০ শতাংশের কম হলেও স্পর্শ করেছে তাহলে সেটা আউটেই থাকে। আবার একই বলে যদি আম্পায়ার নট আউট দেন তাহলে ফিল্ডিং সাইড সেটা রিভিউ ডিডনলেও তা আউট হবে না।

শচীনের মতে টেনিসের মত নিয়ম ক্রিকেটের রিভিউতেও আনা উচিৎ এবং বল যদি স্টাম্পে একটুও লাগে তাহলে আউট দেবার পক্ষে শচীন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন