আগামী ১৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। জীবাণুমুক্ত পরিবেশ ও দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচগুলো পরিচালনা করবে আয়োজকরা। ত্রিনিদাদ ও টোবাগোতে ৩৩টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল অনুষ্ঠিত হবে।
সিপিএল আয়োজনের সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আয়োজকরা। তবে দরকার ছিল সরকারি সবুজ সংকেতের। শুক্রবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সরকারের অনুমতিও পেয়ে গেছেন তারা। ফলে সিপিএল মাঠে গড়াতে এখন কোনো বাধা নেই।
জানা যায়, স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় সরকার। স্কোয়াড থেকে শুরু করে ম্যানেজমেন্টসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে কয়েক ধাপের কোয়ারেন্টাইন মানতে হবে। ত্রিনিদাদে পা রাখার আগে দুই সপ্তাহ থাকতে হবে আইসোলেশনে। করোনা টেস্টের ফল নেগেটিভ আসলে তারা ত্রিনিদাদে থাকতে পারবেন। মাঠে নামার আগে আবার হবে করোনা টেস্ট।
আনন্দবাজার/টি এস পি