ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী ক্রিকেট দুই বছর পিছিয়ে যেতে পারে : মিতালি রাজ

করোনার প্রভাবে নারী ক্রিকেট পিছিয়ে যেতে পারে অন্তত দুই বছর। এমনটিই মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। সম্প্রতি ক্রীড়া বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে ভারতীয় নারী ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ২০১৭ সালের বিশ্বকাপ এবং ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমাদের নারী ক্রিকেট দলের যে মোমেন্টাম তৈরি হয়েছিল সেটা এই মাহামারীর কারণে থমকে গেছে। যা ফিরিয়ে আনতে অন্ততপক্ষে দুই বছর সময় লাগবে।

মিতালি রাজ আরও বলেছেন, করোনায় আমাদের পরিকল্পনায় ব্যাপকভাবে ধাক্কা লেগেছে। আমরা খুব শিগগিরই পুরনো অবস্থানে ফিরে যাব এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমার মনে হয় নারীদের আইপিএল পুরোদমে চালু হতে এখনও দুই-তিন বছর সময় লেগে যাবে। তবে তার আগে আমরা ওমেন্স চ্যালেঞ্জ কাপের জন্য চতুর্থ টিম খোঁজার চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেছেন, করোনা পরবর্তী সময়ে নারী ক্রিকেটের জন্য যাতে যথাযথ একটি ক্যালেন্ডার তৈরি করা হয় সে বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আমরা আলোচনা করেছি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন