শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ ‘বাতিল’

সম্প্রতি করোনা সংকটের কারণে এ বছর এশিয়া কাপ আর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি। কিন্তু এ ব্যাপারে আয়োজক পাকিস্তান, এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বসার কথা ছিল। কিন্তু করোনার কারণে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটি নিয়ে অনেক দিন যাবতই অনিশ্চয়তার খবর ভেসে আসছিল। এবার বিসিসিআই সভাপতি পরিষ্কার করেই জানিয়ে দিলেন আসরটি এবার আর হচ্ছে না।

এশিয়া কাপ নিয়ে সৌরভ জানান, এ বছর এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। তবে আমরা আইসিসি’র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। এর পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। যদি অক্টোবর-নভেম্বরের দিকে বর্তমান পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়।  তবে এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।

আনন্দবাজার/ এইচ এস কে

 

আরও পড়ুনঃ  ডিসেম্বরে ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বের ড্র

সংবাদটি শেয়ার করুন