অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অলিম্পিকে দুইবার স্বর্ণজয়ী চীনের ব্যাডমিন্টন তারকা লিন ড্যান। শারীরিক অসুস্থতা ও ফিটনেস ঠিক না থাকার কারণেই ব্যাডমিন্টন থেকে বিদায় নিচ্ছেন বলে চীনের গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতে নিয়েছিলেন লিন ড্যান। এছাড়া ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও নিজের জাদু দেখিয়েছিলেন তিনি। পরপর দুই অলিম্পিকেই প্রতিপক্ষকে হতাশ করে দিয়ে স্বর্ণ জয় করেছিলেন চীনের অন্যতম সেরা এই ব্যাডমিন্টন তারকা। তবে এখন থেকে ব্যাডমিন্টনের কোর্টে আর ঝড় তুলতে দেখা যাবে না তাকে। মাত্র ৩৬ বছর বয়সেই ব্যাডমিন্টন জগতকে বিদায় জানালেন তিনি।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও নিজের ঝুলিটা বেশ সমৃদ্ধ করেছেন লিন ড্যানের। ব্যাডমিন্টনের একক ইভেন্টে ইতিহাসের অন্যতম সেরা মর্যাদা পাওয়া লিন ড্যান ৬৬৬টি একক জিতেছেন। অসংখ্য পদকও জিতেছিলেন।
তবে শারীরিক অসুস্থতা ও ফিটনেসের সাথে আর পেরে উঠলেন না তিনি। শেষ পর্যন্ত আর খেলবেন না বলেই ঘোষনা দিলেন এই তারকা।
আনন্দবাজার/তা.তা