ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিক্সিং কেলেঙ্কারি: সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় পুরো ক্রিকেটাঙ্গন। সেবার ভারতের কাছে ‘ফাইনাল বিক্রি করেছিল শ্রীলঙ্কা’ এমন অভিযোগ তুলেন তৎকালীন লঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাকে। অভিযোগের তীর ছোঁড়া হয় সে সময়কার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়দের বিপক্ষে।

সেই পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে শ্রীলঙ্কার সরকার। আর তাই সম্প্রতি সে সময়কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে গতকাল (২ জুলাই) প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। লঙ্কান গণমাধ্যমের বরাত দিয়ে ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

এই ব্যাপারে সাঙ্গাকারা জানান, ক্রিকেটের প্রতি আমার দায়িত্ব এবং সন্মান থাকার কারণেই আমি আমার বিবৃতি দিতে এসেছি। আশা করি তদন্ত শেষে সত্যটা সবার সামনে উন্মোচিত হবে।

তদন্তের কারণে গত ৩০ জুন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৎকালীন শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে। তাঁকেও ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। গতকাল সেই ঘটনার জের ধরেই ডাক পড়ে উপুল থারাঙ্গার। ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসেন তিনি।

জানা গেছে, আজ (৩ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন মাহেলা জয়াবর্ধনে। কিন্তু এখন পর্যন্ত কেউই জিজ্ঞাসাবাদের ব্যাপারে গণমাধ্যমের সামনে মুখ খুলেননি।

সংবাদটি শেয়ার করুন