ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের স্টেডিয়ামগুলো ক্রিকেট ফেরাতে প্রস্তুত

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য দেশের মাঠে নেই ক্রিকেট। দীর্ঘদিন বাসায় অবস্থান করেছেন ক্রিকেটাররা। নিজেদের ফিটনেসও ধরে রাখার কাজ করে যাচ্ছে তারা। সাথে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও(বিসিবি) বসে নেই। করোনা পরবর্তী মাঠে ক্রিকেট ফেরাতে দেশের প্রধান স্টেডিমায় গুলো প্রস্তুত রেখেছে বিসিবি।

বৃহস্পতিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

স্বাস্থ্যবিধি মেনে স্টেডিয়ামগুলো জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে। প্রায় ১০০ মাঠকর্মী এ কাজে অংশগ্রহণ করেছেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘আমরা এটা মনে রেখেছি যে দেরি হওয়ার আগে দ্রুতই আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় ক্রিকেট শুরু হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত ও কার্যকর রেখেছি’।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামারুজ্জাম স্টেডিয়াম অনুশীলন ও খেলার জন্য প্রস্তুত রেখেছে বিসিবি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন