ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তদন্ত কমিটির ডাক পেল সাঙ্গাকারা-জয়াবর্ধনের

গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছিল। কিন্তু গত মাসে ফের পুরো প্রসঙ্গটা টেনে এনেছেন শ্রীলঙ্কান সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তিনি বোমা ফাটিয়ে বলেছেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালটি ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা।

ব্যস, এরপর আর থেমে নেই মিডিয়া, চলছে নানাভাবে ময়নাতদন্ত! বিশ্বকাপ চলাকালীন সময়ে মাহিন্দানন্দা আলুথগামাগে ছিলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী। এ কারণেই তার অভিযোগ হেসে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

শ্রীলঙ্কান সরকার গুরুত্ব দিয়েই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। এরইমধ্যে ডাক পড়েছে তখনকার প্রধান নির্বাচক অরভিন্দ ডি সিলভার। তাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল শ্রীলঙ্কান পুলিশ।

শ্রীলঙ্কার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিটেন্ডেন্ট জগৎ ফনসেকার সামনে এবার হাজিরা দিতে হচ্ছে আরেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে। স্পেশাল ইনভেস্টিগেশন ডিভিশনে তলব পড়ল বিশ্বকাপে শ্রীলঙ্কান অধিনায়কের।

২ জুলাই, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নয়টায় হাজিরা দিতে হবে তাকে। সন্দেহ নেই তিনিও কঠিন জেরার মুখে পড়বেন। তদন্ত কমিটির কাছে হাজিরা দিবেন মাহেলা জয়াবর্ধনেও।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন