ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে পৌঁছেছে। প্রথম ধাপে ইংল্যান্ডে যাওয়া বাবর-আজহারদের সাথে এবার যোগ দিচ্ছেন করোনা নেগেটিভ হওয়া হাফিজ-রিয়াজসহ মোট ৬ ক্রিকেটার।
করোনা পরবর্তী প্রথমবারের মতো খেলতে ২০ সদস্যের স্কোয়াড নিয়ে ইংল্যান্ড পৌঁছেছে পাকিস্তান। শুরুতে ২৯ সদস্যের দল ঘোষণা করা হলেও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নতুন একজন যোগ করে মোট ২০ জনকে নিয়ে সফরে গেছে পাকিস্তান।
দ্বিতীয় ধাপে ২৯ জুন পরীক্ষা করা হলে ওই ৬ জনের আবারও করোনা নেগেটিভ আসে।
দ্বিতীয়ধাপে ফলাফল নেগেটিভ আসায় ইংল্যান্ডে পাকিস্তান দলের সাথে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, পেসার ওয়াহাব রিয়াজ, স্পিনার শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। পিসিবি এখন কেবল তাদের ভ্রমণের ব্যবস্থা করবে।
৩০ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আনন্দবাজার/এস.কে