ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রড মনোবিদের দ্বারস্থ হলেন

ক্রিকেটাররা করোনা পরবর্তী সময়ে এক ভিন্ন আবহের সাক্ষী হতে চলেছেন। ব্যাট-বলের শব্দ, সতীর্থদের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নয়। দর্শকশূন্য স্টেডিয়ামেই তিন মাসেরও বেশি সময় পর বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট।

নতুন পরিবেশে অর্থাৎ দর্শকশূন্য মাঠে ক্রিকেট খেলা বিশেষ করে টেস্ট খেলা মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য। তাই এবার ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড মনোবিদের দ্বারস্থ হলেন।

৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়েই আবার ক্রিকেট ফিরছে। করোনাভাইরাসক সংক্রমণের কারণে মার্চ মাসের গোড়া থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নতুন চ্যালেঞ্জের কথা স্বীকার করে নিলেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

ব্রড বলেন, ‘আমার মনে হয়, দর্শক ছাড়া ম্যাচ খেলার অনুভূতি একেবারে আলাদা। আমার মনে হয় এখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটা মানসিক পরীক্ষার সামিল। এর মধ্যেই আমি মনোবিদের সঙ্গে কথা বলেছি। যাতে আমি নিজের সেরাটা দর্শকশূন্য টেস্টে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি।’

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন