ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন স্বাধীন বাংলা দলের ফুটবলার লুৎফর রহমান

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান। আজ সকালে সাবেক এই ফুটবলার যশোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মাটিতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা দল। সেই দলেরই অন্যতম একজন ছিলেন লুৎফর রহমান। এরপর তিনি যশোর জেলা ফুটবল খেলেছেন।

হকি দলেরও নিয়মিত মুখ ছিলেন। আক্রমণ ভাগে খেলা সাবেক এই ফুটবলার ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে ওয়ারীর হয়ে খেলতেন।

২০১৮ সালের ডিসেম্বরে ব্রেইন স্ট্রোক হয় তাঁর। এর প্রায় ছয় মাস পর তাঁর চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারপর দীর্ঘদিন ধরে প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী ছিলেন লুৎফর রহমান। এবার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন