সম্প্রতি আবারো লা লিগার শীর্ষস্থান দখল করলো রিয়াল মাদ্রিদ। লিগের ৩১তম রাউন্ডের ম্যাচে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। ম্যাচে বিশ জয়ে ৬৮ পয়েন্ট পেয়েছে রিয়াল। তবে বার্সেলোনারও সমান পয়েন্ট। কিন্তু হেড টু হেডে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর। আক্রমণ আর পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও নিশানা খুজে পায়নি কেউই। খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে লুকা মদ্রিচের বল দুর্দান্তভাবে জালে জড়ান ভিনিসিয়স জুনিয়র।
এ দিকে বিরতির পরও একই ভাবে ছন্দ ধরে রাখেন ব্রাজিল ফরোয়ার্ড। ম্যাচের ৫৬ মিনিটে রিয়ালের লিড দ্বিগুণ করেন ক্যাপ্টেন সার্জিও রামোস। ফলে প্রায় দেড় বছর পর ফ্রি কিকে গোলের দেখা পেল গ্যালাক্টিকোরা।
আনন্দবাজার/এইচ এস কে