করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। বিসিবির বরাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) মিলেই এই সিদ্ধান্ত নেয় হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিনটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই সফরটি আপাতত বাতিল করা হল।
এদিকে টাইগারদের শ্রীলঙ্কা সফর যে স্থগিত হতে পারে সেটা গেল কয়েকদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি অবশ্য বলেছিলেন প্রস্তুতির সময় হাতে নেই বলেই সফরটি স্থগিত হতে পারে।
তিনি বলেন, আমাদের হাতে এখন আর বেশি সময় নেই, দেরি হয়ে গেছে। যেহেতু টেস্ট ক্রিকেট খেলতে হবে সেহেতু এত অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়াটা আসলেই সম্ভব না।
আনন্দবাজার/এম.কে