মারা গেছেন এসি মিলানের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েরিনো প্রাতি। ৭৩ বছর বয়সী এ ফুটবলার ১৯৬৯ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য বিখ্যাত ছিলেন। ম্যাচটি ৪-১ গোলে জিতেছিল মিলান।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জেতানো ফরোয়ার্ডের মৃত্যুতে মিলান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে। সিরি’আ লিগের ক্লাবটি তাদের অফিসিয়াল টুইটারে প্রাতির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বিদায় সত্যিকারের রোজোনোরি কিংবদন্তি। আপনি আমাদের সবাইকে আলোকিত করেছিলেন এবং আপনাকে সবাই মিস করবে। শান্তিতে ঘুমান পিয়েরো’।
মিলানের জার্সিতে প্রাতি ১৯৬৭-৬৮ মৌসুমে সিরি’আ জিতেন এবং ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ মৌসুমে টানা দু’বার কোপা ইতালিয়া শিরোপা জিতেন। ১৯৬৯ সালে জিতেন ইউরোপিয়ান কাপ।
জাতীয় দলের জার্সিতে ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেন প্রাতি। ১৯৭০ বিশ্বকাপে রানার্স-আপ হয় ইতালি। তিনি সেই দলের সদস্য ছিলেন।
আনন্দবাজার/এস.কে