ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত টেনিস তারকা জকোভিচ

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেনিসে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।গতকাল করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন গ্রিগর দিমিত্রভ। তার আক্রান্ত হওয়ার জন্য সবাই নোভাক জকোভিচকেই দায়ী করছিল। এবার তিনি নিজেও আক্রান্ত হলেন।

ক্রোয়েশিয়ায় জকোভিচ আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন আরও তিনজন। তারা হলেন গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিক এবং ভিক্টর ত্রিয়স্কি।

করোনা পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগের তোয়াক্কা না করে এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্লাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেন জকোভিচ। গ্যালারি ভর্তি দর্শক ছিল দর্শক, এছাড়া ম্যাচ শেষে করমর্দনও করেছেন খেলোয়াড়েরা।

টেনিসপ্রেমীদের অভিযোগ, জকোভিচের দায়িত্বজ্ঞানহীনতাই বহু মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে তার কোনোভাবেই টুর্নামেন্ট আয়োজন করা উচিত হয়নি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন