প্রথম এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল তুলেছেন আনসু ফাতি ও লিওনেল মেসি। লা লিগার ম্যাচে লেগেনেসের বিপক্ষে ০-২ গোলে জয় পেয়েছে বার্সোলোনা। অধিনায়ক মেসি গোল করেছেন পেনাল্টিতে যা ক্যারিয়ারের ৬৯৯তম গোল।
করোনা পরিস্থিতির পরবর্তী ফুটবল ফেরার পর প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার ঘরের মাঠ নু ক্যাম্পে খেলতে নামে বার্সা। ৬৯ মিনিটে মেসিকে নিজেদের গোল পোস্টে সামনে ফেলে দেয় লেগেনেসের খেলোয়াড়রা। কিন্তু পেনাল্টি কিকে গোল তুলে নেন আর্জেন্টাইন এই মহাতারকা।
২০১৯/২০ মৌসুমে লা লিগায় ২৪ ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। ২১ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৪টি গোলও। অপরদিকে ৩৩ ম্যাচ খেলে তিনি সকল ধরনের প্রতিযোগিতায় গোল করেছেন ২৬ টি। ১৮টি গোল করিয়েছেন ছয় বারের ব্যালন ডি’ অর জয়ী।
মেসি ২০০৪ সালে অভিষেকের পর এই নিয়ে বার্সোলোনার জার্সিতে মাঠে নেমেছেন ৭২০ ম্যাচে। কাতালানদের হয়ে গোল করেছেন ৬২৯টি। অপরদিকে ১৩৮ ম্যাচ খেলে ৭০ গোল করেছেন আর্জেন্টিনার হয়ে। ক্লাব এবং জাতীয় দলের সর্বকালের সেরা গোলদাতা তিনিই।
আনন্দবাজার/এইচ এস কে