ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএস ওপেন শুরু আগস্টে

একনও মার্কিন যুক্তরাষ্ট্র প্রানঘাতী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। তারপরও চলছে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা। এরমধ্যে মাঠের খেলাও ফিরতে শুরু করেছে। জানা গেছে, করোনা শঙ্কা কাটিয়ে আগস্টে শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন টেনিস।

যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন পরিস্থিতির উপর নজর রাখছে। তারা আগামী ৩১ আগস্ট থেকে চলতি বছর যুক্তরাষ্ট্র ওপেন শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

তবে তার আগে এটিপি ও ডব্লিউটিএ-র অনুমোদন পেতে হবে। এরমধ্যে ২৩ আগস্ট টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ৩১ আগস্ট এই গ্র্যান্ড স্ল্যাম শুরু করতে চাইছেন আয়োজকরা। এনিয়ে শিগগিরই সিদ্ধান্তে আসবে তারা।

যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ক্রিস উইডমেয়ার বলেন, ‘দেখুন, আমরা টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রক্রিয়া আর তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করে চলেছি। আশা করছি ২০২০ যুক্তরাষ্ট্র ওপেন আমরা নির্ধারিত সময়ের আশেপাশেই শুরু করতে পারব।’

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন