ক্রিকেট অস্ট্রেলিয়া মন্তব্য করেছে, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবাস্তব। এমন মন্তব্যের পরে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এবার খুলে যেতে চলেছে আইপিএল এর ভাগ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বল না গড়ালে আইপিএল সেই উইন্ডোতেই হবে। যদিও আইসিসিই সিদ্ধান্ত নিবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আগামী মাসেই এই বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে।
‘মুম্বই মিরর’-এর প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, আইপিএল শুরু হতে পারে ২৬ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। যদিও সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি ভেন্যুও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।
আরও জানা যায়, সেপ্টেম্বরেই যদি আইপিএল এর বল গড়ায়, তাহলে দক্ষিণ ভারতে বেশির ভাগ ম্যাচ হতে পারে। কারণ ওই সময়ে দক্ষিণ ভারতে বর্ষার দাপট থাকবে না। ফলে চেন্নাই, বেঙ্গালুরুকে ভেন্যু হিসেবে দেখা যেতে পারে।
আনন্দবাজার/এস.কে