শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাফুফে। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন এই চুক্তির মেয়াদ ২০২২ সালের ১৪ আগষ্ট পর্যন্ত।

জেমি ডে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের মে মাসে। ২০১৯ সালে তার সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। করোনাকালীন সময়ে চুক্তির বাইরে থাকলেও জাতীয় দলের খেলোয়াড়দের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন জেমি ডে। চুক্তির আগের শর্তগুলোই বহাল রাখা হয়েছে এবারও। নতুন মেয়াদে বাংলাদেশ দলের কোচ হতে পেরে জেমি ডে নিজেও আনন্দিত বলে জানিয়েছেন।

জেমি ডের কোচিংয়েই বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ প্রাক বাছাই পর্ব পেড়িয়ে বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করে। যদিও সর্বশেষ কাঠমান্ডু সাফ গেমসে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। চলতি বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ভারতের বিপক্ষে ড্র করে বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে চলতি বছরের শেষে। এই ম্যাচগুলোকে সামনে রেখে আগষ্টে বাংলাদেশের অনুশীলন শুরুর কথা রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  করোনামুক্ত কাজী সালাউদ্দিন

সংবাদটি শেয়ার করুন