ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মেসিদের বিপক্ষে মাঠে নামবে লেগানেস

আজ (১৬ জুন) রাতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে লেগানেস। তাই ২৭ তম শিরোপা ঘরে তুলতে এবং জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর বার্সা। ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়।

লা লিগায় বার্সেলোনার ম্যাচ বাকি রয়েছে আর ১০টি। পয়েন্ট টেবিলের লড়াইটাও ভালো জমে উঠেছে। ৬১ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সা। আর ২ পয়েন্ট কম নিয়ে কাতালানদের কাছে শ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সার সামনে এখন ২৭ তম ট্রফির হাতছানি। যেখানে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে, কোন ম্যাচই জয়ের বিকল্প নেই দুই জায়ান্টের।

দীর্ঘ তিন মাস পর মাঠে ফিরেই মায়োর্কাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে মাঠে নেমেই ইতিহাস গড়লেন লিওনেল মেসি। সেই সাথে ৭ মাস পর মাঠে ফিরে দারুণ খেলা উপহার দিয়েছেন লুইস সুয়ারেজ। এবার বার্সার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল লেগানেস। ঘরের ক্যাম্প ন্যু- চেনা মাঠ আর দুর্দান্ত ছন্দে থাকায় জয়ের পাল্লাটা বেশ ভারী হবে বার্সার দিকেই।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন