ঢাকা | শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাসিয়াস প্রত্যাহার করলেন সভাপতি পদের প্রার্থীতা

স্পেনকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস ঘোষণা দিয়েছেন, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি পদে নির্বাচনের দৌঁড় থেকে সরে দাঁড়ানোর। তিনি মূলত করোনা সঙ্কটের কারণে এ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সড়ে দাঁড়িয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোর্তোর এ গোলরক্ষক বলেন, ‘আমি আপনাদের অবগত করতে চাই যে, আমি আসন্ন আরএইএফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দেশ এ মুহূর্তে সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সংক্রান্ত সঙ্কটের মধ্যে রয়েছে।’

করোনা ভাইরাসের শিকার হয়ে স্পেনে এখনো ২৭ হাজারেরও বেশি নাগরিক মারা গেছেন। প্রাণঘাতি এই ভাইরাসের কারণে নির্বাচনকে তিনি দ্বিতীয় স্থানে নামিয়ে এনেছেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন