ঢাকা | শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্তের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পাচ্ছেন সানিয়া

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা কোনো আত্মীয় নন সুশান্ত সিং রাজপুতের। আত্মহত্যা করা এই বলিউড তারকার সাথে তার তেমন ঘনিষ্ঠতাও নেই। তারপরও বিশেষ এক কারণে সানিয়া একটু বেশিই কষ্ট পাচ্ছেন।

সুশান্তের জীবনে ৫০টি ইচ্ছে ছিল। তিনি নিজ হাতে এগুলো লিখেছিলেন। এর ভেতর ছিল বাঁহাতে ক্রিকেট খেলা, প্লেন ওড়াতে শেখা, ট্রেনে ইউরোপ ঘোরা, ১০০টি শিশুকে নাসায় ওয়ার্কশপে পাঠানো।

তাছাড়া তার স্বপ্ন ছিল প্রথম সারির কোনো টেনিস তারকার সঙ্গে টেনিস খেলা। এক্ষেত্রে সুশান্তের প্রথম পছন্দ ছিলেন সানিয়া মির্জা।

ধীরে ধীরে অনেক স্বপ্নই পূরণ করেছেন সুশান্ত। তবে সব স্বপ্ন পূরণের আগেই তিনি জীবনযুদ্ধে হেরে গেলেন। সানিয়ার সঙ্গে খেলতে চাইলেও তার আগেই ওপারে পাড়ি জমিয়েছেন সুশান্ত। এই তারকার এভাবে চলে যাওয়ার কারণেই সানিয়া বেশি কষ্ট পাচ্ছেন।

সানিয়া মির্জা যেন সুশান্তের মৃত্যু সংবাদ বিশ্বাসই করতে পারছেন না। টুইটারে তিনি বলেন, সুশান্ত তুমি তো বলেছিলে আমার সঙ্গে একদিন টেনিস খেলবে। তুমি এত হাসিখুশি ও প্রাণবন্ত ছিলে, যেখানে যেতে সেখানেই সবাইকে খুশি রাখতে পারতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন