দীর্ঘ বিরতির পর মাঠে নামবে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। টেবিল টপারদের প্রতিপক্ষ দল লেগানেস। জানা গেছে, বিরতির পর ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরু হবে রাত ২টায়।
তবে বিরতির পর বেশ দারুণ ভাবেই ম্যাচে ফিরছে বার্সেলোনা। মায়োর্কাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। কিন্তু দর্শকশূন্য মাঠে কাতালানদের জন্য থাকছে বেশ চ্যালেঞ্জও। ঘারে নিশ্বাস ফেলছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
লিগে এখনও বাকি আছে দশ রাউন্ড। ৬১ পয়েন্ট নিয়ে টপে আছে বার্সা। দুই পয়েন্ট কম রিয়াল মাদ্রিদের। তবে শিরোপা ধরে রাখতে পুচকে লেগানেসের বিপক্ষেও বেশ সতর্ক বার্সেলোনা। পরিসংখ্যানেও এখনও ফেবারিট লিওনেল মেসির দল। মোট আটবারের দেখা এখন পর্যন্ত ৭ ম্যাচেই জিতেছে তারা। তবে রেলিগেশন এড়াতে পয়েন্ট বাড়ানোই টার্গেট লেগানেসের।
আনন্দবাজার/এইচ এস কে