শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কলিংউড হচ্ছেন ইংল্যান্ডের কোচ

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড দেশটির ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অস্থায়ী কোচ হতে যাচ্ছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে কলিংউডকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ব্যাপারে।

কলিংউড ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। পার্শ্ববর্তী দেশটির বিপক্ষে সিরিজ চলাকালীন বিশ্রামে থাকবেন নিয়মিত প্রধান কোচ ক্রিস সিলভারউড।

এর পূর্বে কলিংউড ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশে সফরে ইংল্যান্ড টি-২০ দলের সহকারী কোচ ছিলেন তিনি।

আয়ারল্যান্ডের সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ৫৫ জনের দল নিয়ে অনুশীলন শুরু করছে ইংল্যান্ড। কলিংউডকে দায়িত্ব দেয়ার দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলও ঘোষণা করবে ইংল্যান্ড।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি জয়ের

সংবাদটি শেয়ার করুন