প্রথম কন্যা সন্তান অ্যালাইনার পর তারকা অলরাউণ্ডার সাকিব আল হাসানের দ্বিতীয় কন্যা সন্তান হওয়ার খবর পাওয়া গেছিল গত ২৪ এপ্রিল। নাম রাখেন ইররাম হাসান, আর গত ১২ মে তার ছবি প্রকাশ করেন। এবার সাকিব এই দুই কন্যাকে কোলে নিয়ে এবার গর্বিত বাবা হিসেবে স্ট্যাটাস দিলেন।
শনিবার দুপুর ১টা ৪৭ মিনিটে বিশ্বসেরা এ অলরাউণ্ডার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বড় কন্যা অ্যালাইনা হাসান অব্রি এবং ছোট কন্যা ইররাম হাসানকে কোলে নেয়া অবস্থায় নতুন এই ছবিটি পোস্ট করেন।
পোস্টে সাকিব বলেন, ‘আমি এই অতি মূল্যবান দুজনকে নিয়ে আশীর্বাদপ্রাপ্ত এবং সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। তারাই আজ আমাকে এমন অনুভূতি সম্পন্ন ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে!’
হুবহু স্ট্যাটাসটি তুলে ধরা হলো- ‘I’m the most luckiest person to be blessed with these 2 precious thing. They made me the person I am today!’
আনন্দবাজার/এস.কে