সাবেক ক্রিকেটাররা নিয়মিতই বিভিন্ন বিশেষণে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে অভিহিত করেন। এমননি এবার পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার সাকলাইন মুশতাক কোহলিকে নিয়ে বললেন।
ইনস্টাগ্রামে এক লাইভ শোয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জানান, ‘বিরাট কোহলি একাই ১১ জনের সমান। বিরাটকে ফেরানো মানে পুরো ভারতীয় দলকে আউট করার মতো। কোহলি হলো একের মধ্যে এগারো জন। এভাবেই দেখতে হবে ওকে।’
শেষ বিশ্বকাপ পর্যন্ত সাকলাইন ছিলেন ইংল্যান্ডের স্পিন পরামর্শদাতা। সেই সময় তিনি ইংল্যান্ডের দুই স্পিনার মইন আলী ও আদিল রশিদকে এই পরামর্শ দিয়েছিলেন।
তিনি আরও জানান, ‘ওর বিপক্ষে বোলার হিসেবে পরিষ্কার ভাবনা রাখতে হবে। সামনে একজন বিশ্বমানের খেলোয়াড়। যে কিনা ফর্মের তুঙ্গে রয়েছে। কোনো ধরনের স্পিনের বিরুদ্ধেই ও সমস্যায় পড়ে না। কিন্তু তোমাদের থেকে কোহলির ওপরেই চাপ বেশি থাকে। কারণ, পুরো বিশ্ব তার দিকে তাকিয়ে আছে।’
আনন্দবাজার/এস.কে