এতদিন প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে স্প্যানিশ ফুটবল। ১৩ জুন দিবাগত রাতে সেভিয়া-রিয়াল বেতিসের ‘দ্য গ্রেট ডার্বি’ দিয়ে শুরু হওয়া লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। রিয়াল মায়োর্কার মাঠে রিয়াল মায়োর্কার মাঠে কাতালানরা।
বার্সা বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে। কাতালানদের জন্য সুখবর হলো, আজ রাতে দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেসকে পূর্ণ ফিট পাওয়া যাবে।
করোনার কারণে লিগ স্থগিত হওয়ার আগ থেকে মাঠের বাইরে সুয়ারেস। চোটের কারণে গত জানুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপাচারও করতে হয় উরুগুইয়ান ফরোয়ার্ডকে। অবশ্য তা নিয়ে এখন আর দুশ্চিন্তা নেই ৩৩ বছর বয়সী তারকার। লিগ শুরু হওয়ার প্রস্তুতি নিতে দলের সঙ্গে শুরু থেকে অনুশীলনে সুয়ারেস।
৯৭ দিন পর মাঠের লড়াইয়ে দেখা যাবে বার্সাকে। ফেরার ম্যাচে মেসি-সুয়ারেসকে পাওয়া নিয়েও কোনো সন্দেহ নেই কাতালান শিবিরে।
অনন্দবাজার/এস.কে