ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা

করোনার প্রভাবের মধ্যেই পাকিস্তান প্রস্তুত ইংল্যান্ড সফরে যেতে। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার তারা দল ঘোষণা করল। পিসিবি ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে। মূল দল ছাড়াও ইংল্যান্ডে ১৪ সদস্যের সাপোর্ট স্টাফ পাঠাবে পাকিস্তান।

অবশ্য পিসিবি আগে বলেছিল, তারা ইংল্যান্ড সফরে ২৮ জনকে পাঠাবে। তবে দল ঘোষণার সময় একজন বাড়িয়ে ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

পাকিস্তান স্কোয়াড :

আবিদ আলি, ফাখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, আজহার আলি (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন