জামাল ভূঁইয়া সূদূর ডেনমার্ক থেকে দেশে ফিরে ক্রমেই বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হয়ে উঠেছেন। গত অক্টোবরেই কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ ফুটবল দল। জামাল ভূঁইয়া ছিলেন নেতৃত্বে। ভারতীয় ফুটবল সংগঠকদের নজর জামালের ওপর পড়ে ওই ম্যাচ থেকেই। তখনই নাকি আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলেন জামাল। এবার জানা গেল, আইএসএলের নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সাথে জামাল ভূঁইয়ার এজেন্টের বেশ আলোচনা চলছে।
ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম এই তথ্য প্রকাশ করেছে। এখন দুইয়ে-দুইয়ে চার মিলে গেলেই পরের মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।
আনন্দবাজার/এস.কে