ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকহীন মাঠে শুরু লা লিগা

স্প্যানিশ লা লিগা প্রায় তিন মাস বিরতিতে ছিল প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য। তবে এখন মাঠে ফিরল বিশ্বের অন্যতম জনপ্রিয় এ লিগের খেলা। যদিও খেলা হচ্ছে দর্শক শূন্য মাঠে। বৃহস্পতিবার নতুন করে লা লিগার পর্দা উঠল সেভিয়া ও রিয়াল বেতিসের ম্যাচ দিয়ে। দর্শকহীন এ ম্যাচে বেতিসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সেভিয়া।

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে দর্শকহীন মাঠেই চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর সীমিতসংখ্যক সংবাদকর্মীকে অনুমতি দেওয়া হচ্ছে প্রেসবক্সে প্রবেশের। যদিও পরশু কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে কিছু সমর্থক রোমান সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামের বাইরে জড়ো হন।

ম্যাচটি শুরুর আগে মহামারীতে মারা যাওয়া মানুষদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে সর্বশেষ ১০ মার্চ লা লিগায় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর আবার ফেরা। প্রত্যাবর্তনের দিন সবার আগে লক্ষ্যভেদ করেন সেভিয়ার লুকাস ওকাম্পোস। আলভারো নেগ্রেদোর পর তিনি সেভিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচটি লা লিগা ম্যাচে গোল করলেন। দলটির পক্ষে দ্বিতীয় গোলটি করেন রেগেস।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন