ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা

করোনাভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর মাঠে ফিরছে স্প্যানিশ লা লিগা। আজ রাতে রিয়াল বেটিস-সেভিয়ার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্প্যানিশ লিগ। রাত ২টায় সেভিয়ার মাঠে আতিথ্য নিবে রিয়াল বেটিস।

তবে শীর্ষে থাকা কাতালান জায়ান্ট বার্সেলোনার স্থগিত লিগ ফুটবল ক্যাম্পেইন শুরু হচ্ছে ১৩ জুন। প্রত্যাবর্তনের ম্যাচে রিয়াল মায়োর্কার মাঠে আতিথ্য নিবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সা। এবং ১৬ জুন ন্যু ক্যাম্পে লেগানেসকে মোকাবেলা করবে বার্সা।

এদিকে রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ১৪ জুন কোচ জিনেদিন জিদানের দল স্বাগত জানাবে এইবারকে। রিয়ালের পরের ম্যাচ ১৮ জুন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন