ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টুর্নামেন্ট হবে করোনার নামে!

বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) পরিকল্পনা করছে, যেই প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে আছে দেশের সব খেলাধুলা। সেই করোনার নামেই একটি টুর্নামেন্ট আয়োজন করার। টুর্নামেন্টের প্রস্তাবিত নাম ‘করোনা কাপ রাগবি প্রতিযোগিতা ২০২০’।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, সরকারের অনুমতি পেলে তারা জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মনীতি মেনেই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

রাগবি ফেডারেশন জানায়, বিশেষজ্ঞদের মতামত অনুয়ারী করোনা ভাইরাস সহজে যাবে না। প্রাণঘাতী এই করোনা বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য করোনা কাপ রাগবি প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়দের সুরক্ষার মধ্যে রেখে এই প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে ফেডারেশন। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস,ফুল হাতা জার্সি এবং ট্রাউজার পরিধান করে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

দর্শকদের নিরাপদ দূরত্বে বসার ব্যবস্থায় করা হবে। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিয়ে দর্শকদের সহযোগিতা করা হবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন