শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-রোনালদোকে পিছনে ফেলে দামি ফুটবলার এমবাপ্পে

মহামারী করোনাভাইরাসের প্রেক্ষাপটে খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্য নির্ধারণ করেছে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সমবায় পেশাদার পরিষেবা নেটওয়ার্ক (কেপিএমজি)। এতে পিএসজির তরুণ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সবচাইতে দামি ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছে। এমবাপ্পের বর্তমান বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ইউরো।

করোনার পূর্বে তার বাজারমূল্য ছিল সাড়ে ২২ কোটি ইউরো। ১৩ কোটি ৭০ লাখ ইউরো নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এমবাপ্পের পিএসজি সতীর্থ নেইমার। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের বাজারমূল্য ১২ কোটি ৯০ লাখ ইউরো।

১২ কোটি ৭০ লাখ ইউরো নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। ১২ কোটি ৪০ লাখ ইউরো নিয়ে সেরা পাঁচে আছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তবে তালিকার সেরা বিশেও জায়গা হয়নি জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন