নির্দিষ্ট সময়ে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের কথা জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের পরিকল্পনায় ছিল একটি দিবারাত্রির টেস্টও। সিএ বলেছিল, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির পর্যন্ত চলবে ভারত-অস্ট্রেলিয়া এই সিরিজ।
কিন্তু অস্ট্রেলিয়ার এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কারণ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আসর না বসে তাহলে ভারতের সফর সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেন, কম সময়ের ব্যবধানে দুইবার অস্ট্রেলিয়া যাওয়ার প্রশ্নই আসে না। তাই সিরিজ সূচিতে পরিবর্তন আনার সম্ভাবনাই বেশী।
তিনি আরও জানিয়েছেন, জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে ইতিবাচক বিসিসিআই। তবে,এখনই সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
সূচি অনুযায়ী আগামী জুলাইয়ে আমাদের শ্রীলঙ্কা সফর রয়েছে। যদি ক্রিকেটারদের পক্ষে সফর করা নিরাপদ হয়, তাহলে আমরা খেলব। তবে এখনও কোনও কিছুই বাতিল করা হয়নি।
আনন্দবাজার/এইচ এস কে