নিজের চরিত্র নিয়ে বায়োপিক নির্মাণ হলে আরেফিন শুভকে দেখতে চান দেশের বরেণ্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। বুধবার ‘নট আউট নোমান’ ফেসবুক পেজের লাইভে এমনটায় জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
আপনার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে আপনার চরিত্রে কাকে দেখতে চান, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে মাশরাফি আরেফিন শুভর কথা বলেন। তার মতে আরেফিন শুভকেই তার চরিত্রে ভালো মানাবে।
প্রশ্নের উত্তরে মাশরাফী বলেন, আমার জীবনী নিয়ে ছবি নির্মাণ হলে সেই ছবিতে আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।
আনন্দবাজার/ডব্লিউ এস