রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সাবেক ক্রিকেটার তৌফিক উমর

এর আগেও করোনায় বেশ কয়েকজন ফুটবলারের আক্রান্ত হওয়ার সংবাদ প্রকাশ পেয়েছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তৌফিক উমর। জানা গেছে,বর্তমানে তিনি লাহোরে নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

২০০১ সালে পাকিস্তানের জার্সিতে ক্রিকেট জীবনে তার অভিষেক হয়। দেশের জন্য জাতীয় দলের হয়ে মাঠে নামার পর দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন বাম-হাতি এই ব্যাটসম্যান। কিন্তু ফিটনেস না থাকার কারণে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নেন তিনি। তবে ২০১৮ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭৭ ম্যাচের বিপক্ষে রয়েছে ১০ হাজার ৫৯৮ রান। ২১টি শতক এবং ৫৭টি অর্ধশতক তুলেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ১৪৪ ম্যাচ খেলে ৪ হাজার ৮ ৫২ রান, দশটি শতক এবং ২৪ টি অর্ধশতক তুলতে সক্ষম হন তৌফিক উমর।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  শ্রীপুরে দূর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা

সংবাদটি শেয়ার করুন