ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ দিয়ে খাদ্যসহায়তা

সম্প্রতি অনলাইন নিলামে ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাট বিক্রি হয়েছে। বিক্রির প্রাপ্ত টাকা দিয়ে বগুড়ায় প্রথম দিনে প্রায় ৩শ’ অসহায় এবং কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহযোগিতা দিয়েছেন তিনি। ।

আজ শনিবার (২৩ মে) সকালে বগুড়া জিলা স্কুল মাঠে এবং সদর উপজেলার শেখেরকোলায় এই খাদ্য সহযোগিতা পৌঁছে দেয়া হয়।

ওই সময় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যান কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও মুশফিকের বগুড়া জিলা স্কুলের সহপাঠি মাসুদুর রহমান বাপ্পি সেখানে উপস্থিত ছিলেন। তারা বলেন, দুর্যোগকালীন সময়ে ক্রিকেটার মুশফিকের এই মানবিক সাহায্য কার্যক্রম চলমান থাকবে।

জানা গেছে, দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি অনলাইন নিলামে ২০ হাজার মার্কিন ডলারে কিনে নেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। এবং ব্যাট বিক্রির এই পুরো টাকাই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা এবং খাদ্য সহযোগিতা প্রদানে।

এর আগেও মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছিল।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন