ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের লাইভ আড্ডা শেষ হচ্ছে বিশেষ পর্ব দিয়ে

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনে ক্রিকেট সমর্থকদের বিনোদন দিতে তামিম ইকবাল আয়োজন করে লাইভ আড্ডার। ইতোমধ্যে মোট ১১টি লাইভ আড্ডার আয়োজন করে ফেলেছেন তামিম।

তামিম চেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের পাঁচ মহাতারকা মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এক যোগে লাইভ আড্ডাতে মেতে উঠবেন। এবং এটিই হবে তামিম এর আয়োজিত লাইভ এর শেষ পর্ব। কিন্তু সাকিব ব্যক্তিগত কারণে যোগ দিতে পারছেন না।

তাই শেষ লাইভ আড্ডায় আজ তামিম এর সঙ্গ দেবেন মাশরাফি, মুশফিক এবং মাহমুদুল্লাহ। আজ শনিবার রাত সাড়ে ১০টায় এই চার তারকার লাইভ আড্ডা শুরু হবে। তামিমের ফেসবুক পেজ থেকে যেটি সরাসরি দেখা যাবে।

আনন্দবজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন