নিউজিল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় টরোন্টো ন্যাশানালসের হয়ে খেলছেন ব্রেন্ডন ম্যাকালাম। এই টুর্নামেন্টে খেলেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ২০ বছরের পেশাদারী ক্রিকেটে তিনি যা অর্জন করেছেন তার জন্য গর্বিত।
নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশের জার্সিতে ১০১টি টেস্টে ২৬০টি একদিনের ম্যাচে ৭১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মোট রান করেছেন ১৪৬৭৬।
আনন্দবাজার/ফাহির