করোনাভাইরাসের প্রভাব পড়েছে খেলার জগতেও। একের পর এক মৌসুমী খেলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে খেলার কর্তৃপক্ষ। সম্প্রতি বিপিএলের পর এবার স্থগিত করা হলো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ- বিসিএল। গত বুধবার এক ভিডিও কনফারেন্স সভায় এ সিদ্ধান্ত নেন বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।
ইতোমধ্যে ১৩ দলের এই লিগের দলবদলও শুরু হয়ে গিয়েছিল। এমনকি অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব খেলোয়াড় রেজিস্ট্রেশনও করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দলবদলের সময়সীমা দুইবার পরিবর্তন করেও, শেষপর্যন্ত লিগ এবারও না করার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।
পরবর্তী সময়ে আবার কবে খেলার কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে কোন কিছুই নির্দিষ্ট করে বলতে পারেনি বাফুফে। কিন্তু আগামী মৌসুমে লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাফুফে।
আনন্দবাজার/এইচ এস কে