বাতিল করা হলো দেশের ঘরোয়া ফুটবলের প্রিমিয়ার লিগ এবং আসন্ন স্বাধীনতা কাপ। রবিবার বাফুফের কার্যনির্বাহি কমিটির মিটিং শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এ কথা জানান।
আবদুস সালাম মুর্শেদী বলেন, করোনাভাইরাসের কারণে এবং ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে চলমান প্রিমিয়ার লিগ পরিত্যক্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে এই মৌসুমে অনুষ্ঠেয় স্বাধীনতা কাপও আর হচ্ছে না।
দেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে প্রথমবারের মত কোন লিগ বাতিল করা হলো। গত মাসে লিগ কমিটির মিটিংয়ে অধিকাংশ ক্লাবই আর্থিক ক্ষতির কথা তুলে ধরে লিগ বাতিলের প্রস্তাব দেয়। এরপর সর্বসম্মতিক্রমে লিগ বাতিলের সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
প্রতি মৌসুমে বাংলাদেশ থেকে দুটি ক্লাব এএফসি কাপে খেলে। লিগ পরিত্যক্ত হওয়ায় তাই সামনের মৌসুমে এএফসি কাপে বাংলাদেশের কোন ক্লাব খেলবে তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
এ প্রসঙ্গে বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, আমরা যে লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলাম, তা এএফসির গাইডলাইন মেনেই। এখন যেহেতু লিগ বাতিল হয়েছে, সেহেতু পরিস্থিতি ভালো হলে এএফসির সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কোন দলকে খেলানো যায়। তবে এমন ক্লাববে আমরা চূড়ান্ত করব যারা অনুশীলনের মধ্যে থাকে এবং যাদের খেলোয়াড় আছে।
আনন্দবাজার/ডব্লিউ এস