ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সার জন্য করোনাভাইরাস লাভজনকও হতে পারে : মেসি

বিশ্ব অর্থনীতিকে খোঁড়া করে দেয়া করোনাভাইরাস বার্সেলোনার জন্য লাভজনক হতে পারে বলে মন্তব্য করেছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। শুক্রবার নিয়মিত অনুশীলন শেষে মেসি এ মন্তব্য করেন।

অনুশীলন শেষে স্পেনের খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টকে মেসি বলেন, হতেও পারে করোনার কারণে এই বিরতি শেষ পর্যন্ত বার্সেলোনার জন্য লাভজনকই হয়ে দাঁড়াল। তবে তার আগে দেখতে হবে লা লিগা শুরু করতে পারছি কি না। এরপর হয়তো আমরা আসল সত্যটা জানতে পারব।

মেসির এই ইঙ্গিতপূর্ণ কথার রহস্য ভেদ করতে পারছেন না অনেক ফুটবলবোদ্ধাই। করোনা কীভাবে বার্সার জন্য মঙ্গল বয়ে আনতে পারে তার হিসাব কষতে ইতোমধ্যে লেগে পড়েছেন অনেকেই।

ইনজুরিতে পড়ে দল থেকে বাদ পড়া বার্সার অন্যতম তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ করোনার কারণে সুস্থ হয়ে ফেরার সময় পেয়েছেন। তাকে দলে পাওয়ার এই ব্যাপারটাকেই করোনার লাভজনক দিক হিসেবে মেসি তুলে ধরেছেন বলেই অনেকের ধারণা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন