এনামুল হক বিজয় প্রথম সন্তানের বাবা হন গত ১১ মে। একই দিনেই ভক্তদের সুখবর টি জানায় দিয়েছিলেন তিনি। তবে এবার তিনি তার কন্যা সন্তান এর নাম ও ছবি প্রকাশ করলেন।
বৃহস্পতিবার রাতে এনামুল তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী ফারিয়া ইরা ও কন্যাসন্তানের ছবি পোস্ট করেন। ক্যাপশনে দিয়েছেন, ‘আলভিনা হক তোহফা, আমাদের ঘরের আলো। ছোট্ট একটি ফুল। নিষ্পাপ একটা প্রাণ! আসলে বাবা হিসেবে আমার মনের অনুভূতিটা যথাযথভাবে প্রকাশ করতে পারছি না!’
এই তারকা ক্রিকেটার সঙ্গে সবার কাছে কন্যার জন্য দোয়া চেয়ে বলেন, ‘সবার কাছে শুধু একটুখানি দোয়া চাচ্ছি আমাদের মেয়ের সুন্দর এবং নিরাপদ জীবনের জন্য। একবার মাশাআল্লাহ বলার অনুরোধ রইল!’
এনামুল তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিয়া ইরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের ২৯ জুন। সংসারের দুই বছর পর গত ১১ মে রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন এনামুলের স্ত্রী।
আনন্দবাজার/এস.কে