ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মের দেয়াল পেরিয়ে মন্দিরে খাবার বিলি করলেন আফ্রিদি

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস তান্ডব চালাচ্ছে পুরো বিশ্বে। করোনা মানছে না জাতি-ধর্ম-বর্ণ। ঠিক তেমনি এই সংকটময় দিনে হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে মন্দিরে গিয়ে অভুক্তদের মুখে খাবার তুলে দিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

সম্প্রতি একটি হিন্দু মন্দিরে গিয়ে খাবার বিলি করেন এই ক্রিকেটার। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।

ওই ছবিতে আফ্রিদি লেখেন, আমরা একসঙ্গে সংকটে পড়েছি। তাই ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে। একতাই আমাদের শক্তি। খাবার দিতে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়েছিলাম।

করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দু’বেলা দুমুঠো অন্নের যোগান দিতে হিমশিম খাচ্ছে অসহায় ও গরিব পরিবারগুলো। এই পরিস্থিতিতে অনেকদিন আগে থেকেই এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশন। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছে তার ফাউন্ডেশন। বেশিরভাগ সময়ই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আফ্রিদি নিজেই। এখন পর্যন্ত ২২ হাজার পরিবারের কাছে রেশন পৌঁছে দিয়েছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন