লন্ডনগামী বিমানে এক নারী যাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ডেন মার্কের এক গলফারের বিরুদ্ধে। ওলেসেন নামক ওই গলফারকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।
ঘটনাটি ঘটেছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে। জানা গেছে, আমেরিকার টেনেসি থেকে লন্ডনে ফিরছিল ব্রিটিশ এয়ারওয়েজের ওই ফ্লাইটটি। অভিযোগ, সহযাত্রী ওই মহিলা তখন বিমানে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে তাকে যৌন হেনস্থা করেন ওলেসেন। ড্যানিশ গলফারের অভব্য আচরণে মহিলার ঘুম ভেঙে গেলে, তিনি তত্ক্ষণাত্ অভিযোগ করেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বছর ২৯-এর ওই গলফারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন। নেশার ঘোরে বিমানের প্রথম শ্রেণিতে যাতায়াতের পথেও প্রস্রাব করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ওই ড্যানিশ গলফারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হচ্ছে।