ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এখনই কোচ হতে চান না সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে আবেদন করেছেন অনেকে। টম মুডি, রবিন সিং, লালচাঁদ রাজপুতদের মতো সফল কোচদের নাম শোনা গেলেও আলোচনার বাইরে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেবাগদের মতো তারকারা। এ ব্যাপারে অবশেষে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ।

সৌরভ জানিয়েছেন, কোচ হওয়ার ইচ্ছা আছে তার। তবে এখনই এই পথে পা বাড়াতে চান না তিনি, “অবশ্যই আমি কোচ হতে আগ্রহী। তবে এখনই নয়। আরও কিছু সময় পর আমিও নিজের নাম জুড়ে দেব।”

৪৭ বছরের সৌরভ বর্তমানে পশ্চিম বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এছাড়াও আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর পদে রয়েছেন তিনি। পাশাপাশি ক্রিকেট ধারাভাষ্য ও টিভিতে কুইজ শোতেও দেখা যায় ‘দাদাকে’।

“আমি এখন অনেক কিছুর সঙ্গে জড়িত। একবার এগুলো থেকে বেরিয়ে যাই, আমি অবশ্যই চেষ্টা করব।”

উল্লেখ্য, রবি শাস্ত্রীসহ ভারতীয় দলের বর্তমান কোচিং স্টাফদের সঙ্গে বোর্ডের চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ছিল। তবে মেয়াদ বাড়িয়ে তা ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত করা হয়েছে। এরপরই নতুন কোচিং স্টাফ নিযুক্ত করবে কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি।

সংবাদটি শেয়ার করুন