ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যারিয়ারে সবই পেয়েছেন সানিয়া!

সন্তান জন্মের পর পেরিয়ে গেছে দু’বছর। কিন্তু এখনও কোর্টে ফেরেননি সানিয়া মির্জা। যদিও বেশ সময় নিয়ে প্রতিদিনই অনুশীলন করছেন ভারতের এ টেনিস তারকা। তারপরও চেনা পরিবেশে ফেরা নিয়ে তাড়াহুড়া নেই। তার দাবি, ক্যারিয়ারে সব স্বপ্নই সত্যি হয়েছে। এখন যেটা হবে সেটা বোনাস।

ক্যারিয়ার শুরুর আগে অনেক স্বপ্নই দেখতেন সানিয়া। যা প্রায় সবই সত্যিও হয়েছে তার। তাই কোর্টে ফিরতে তাড়াহুড়া করছেন না তিনি। সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ফিরতে পারেন চেনা পরিবেশে, ‘টেনিস খেলা শুরুর সময় অনেক স্বপ্নই দেখতাম। বলতে পারেন তার সবই সত্যি হয়েছে। তাই সামনের দিকে তাকিয়ে মনে হয়, এবার ভালো যা হবে তা আমার কাছে বোনাস। আগে ভেবেছিলাম এ আগস্টে টেনিসে ফিরব। কিন্তু পরে মনে হলো এত তাড়াহুড়া না করাই ভালো। আপাতত ঠিক করেছি, পরের বছর জানুয়ারি থেকে টুর্নামেন্টে খেলা শুরু করব। তবে সেটাও আসলে একটা সম্ভাবনার কথাই বলছি।’

সানিয়ার এখন মনে হচ্ছে ছেলে ইজহানই তার জীবনের সব চেয়ে বড় আশীর্বাদ, ‘এখন মনে হচ্ছে ছেলে ইজহানই আমার জীবনের সব চেয়ে বড় আশীর্বাদ। যদি আবার টেনিস খেলি এবং সফল হই তা হলে বলতে হবে যে সেটা আসলে আমার কাছে বিস্ময়। নিজেকে ফিট রাখার লড়াইয়ে ছেলেও আমার প্রেরণা। যদি টেনিসে ফিরি তা হলে জানবেন নতুন করে আমার কিছু প্রমাণ করার নেই। ফিরতে চাই একটাই কারণে। টেনিস খেলতে আর প্রতিযোগিতায় অংশ নিতে ভালোবাসি।’

সংবাদটি শেয়ার করুন