অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি চেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়োন মরগান। অলিম্পিকে দশ ওভারের ক্রিকেট হলে সেটা বেশ আকর্ষণীয় এবং উপভোগ্য হবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক।
মরগান বলেন, অলিম্পিকে টি-১০ ক্রিকেট হলে বেশ আকর্ষণীয় হবে। সকলেই এই ফরম্যাটকে উপভোগ করতে পাবে। অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে মাত্র একবার করে ক্রিকেট হয়েছে। তাই অনেকেই, অলিম্পিকে ক্রিকেট দেখতে চায়। ক্রিকেটের অন্য তিন ফরম্যাটের চেয়েও অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের টি-১০ ক্রিকেট হলে খুব ভালো হবে। এই ফরম্যাট বেশ আকর্ষণীয় হবে। অন্য তিন ফরম্যাটের মত খুব বেশি সময় নিয়ে আয়োজন করতে হবে না। টি-১০ ক্রিকেটে ১০ দিনের মধ্যে শেষ করা যাবে। আর সকলে এই ফরম্যাটকে উপভোগও করবে।
তিনি আরও বলেন, এই ফরম্যাট মাঠে গড়ালে সকলের কাছেই তা গ্রহণযোগ্যতা পাবে। অল্প সময়ের মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ প্রসার নিশ্চিত করবে। এই আসর নিয়ে ক্রিকেট ভক্তরা বেশ রোমাঞ্চিত হবে। কারণ এই দেখতে খুব বেশি সময় লাগবে না। আর ব্যাটসম্যান-বোলার পুরো সময়ই আগ্রাসী থাকবে। এতে উত্তেজনা তৈরি হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস