মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের জন্য টাকা জমাতো বড় ভাই নাফিস ইকবাল: মাশরাফি

আমাদের ক্রিকেটে দুই ভাইয়ের কথা এলেই যেন চলে আসে চট্টগ্রামের খান পরিবারের দুই ভাই তামিম ইকবাল এবং নাফিস ইকবাল। যদি ও তারা ছিলেন সম্পর্কে এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আকরাম খানের ভাতিজা৷

সম্প্রতি ফেসবুকে তামিমের সাথে আড্ডায় এসব কথা তুলে ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিমকে তিনি বলেন, ‘তোর এতদূর আসার পেছনে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর বাবা অন্যরকম মানুষ ছিলেন, মা ছিলেন, চাচা ছিলেন। যে যাই বলুক, তোর ভাইকে আমি কাছ থেকে দেখেছি। তোর জন্য অবিশ্বাস্য ত্যাগ স্বীকার করেছে। বাবা মারা যাওয়ার পর মা তোর বোন আর তোকে নিয়ে থাকতেন। তোর ভাই যা করছে তুই জানিস না, আমরা জানি, আমরা তার সাথে তখন চলেছি।’

টাকা জমাতে নাফিস কম খেতেন জানিয়ে মাশরাফি বলেন, ‘ওয়ান পেন্স বার্গার খেত সে। আমি ওকে একদিন বললাম- শরীরকে না দিলে তুই বাঁচবি কীভাবে আর খেলবিই বা কীভাবে? আমি, আফতাব আমরা অনেক মজা করেছি এসব নিয়ে। পরে বুঝেছি তোর জন্যই এসব করত। চাইত তুই যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারিস।’

উল্লেখ্য, নাফিস ইকবাল ৬ টি-টোয়েন্টি ম্যাচে ৫৬ রান, ওয়ানডেতে ১৬ ম্যাচে ৩০৯ রান এবং টেস্টে করেছেন ১১ ম্যাচে ৫১৮ রান।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনা পরবর্তী সময়ে, বলে থুতু লাগালে '৫ রান' জরিমানা

সংবাদটি শেয়ার করুন